মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

নতুন অফিস সূচি আজ থেকে

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য নেওয়া চলমান অফিসের সময়সূচি আজ থেকে আগের সময়ে চলবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে অফিসের সময়সূচিতে এ পরিবর্তনের সিদ্ধান্ত  হয়েছিল। শীত চলে আসার কারণে অফিস সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ব্যাংকের অফিসিয়াল সময় সূচি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এদিকে গত রবিবার থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচার কাজ সকাল ৯টা থেকে দুপুর ১টা ও হাই কোর্ট বিভাগে চলবে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত এবং সুপ্রিম কোর্টের প্রশাসনিক কার্যক্রম সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চালু রয়েছে। এদিকে নিম্ন আদালতের বিচারিক সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা ও দাফতরিক কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। উল্লেখ্য, গতকাল পর্যন্ত সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস গত ২৮ আগস্ট থেকে গতকাল পর্যন্ত সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চালু ছিল। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারি অফিস চলেছে। নতুন এ সময়সূচি নির্ধারণ করে গত ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, ‘সরকার আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ৯টা থেকে ৪টা নির্ধারণ করা হলো। পুনরাদেশ না হওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর