মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বাসচাপায় আইয়ুব আলী (২৬) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। আইয়ুব আলী দিনাজপুরের খানসামা উপজেলার সাহাপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। তিনি গাছা এলাকায় টেক্স সোয়েটার কারখানায় চাকরি করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি মালেক খসরু খান বলেন, ময়মনসিংহগামী একটি মিনিবাস ভোগড়া কলম্বিয়া গার্মেন্টের সামনে পোশাক শ্রমিক আইয়ুব আলীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে প্রথমে তায়েরুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১টার দিকে তিনি মারা যান। এদিকে পোশাক শ্রমিক আইয়ুব আলী নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উত্তেজিত শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করে। খবর পেয়ে বাসন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে আধ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। মিনিবাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর