মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

করোনার চতুর্থ ডোজ আজ থেকে

নিজস্ব প্রতিবেদক

আজ শুরু হচ্ছে করোনা সংক্রমণ রোধে টিকার চতুর্থ ডোজ কার্যক্রম। এই চতুর্থ ডোজ প্রদান কার্যক্রমে দুই সপ্তাহ পর্যবেক্ষণ শর্ত থাকার কথা থাকলেও বর্তমানে সেটা আর থাকছে না। অর্থাৎ ২০ ডিসেম্বর থেকে নিয়মিতভাবেই চলবে টিকার এই চতুর্থ ডোজ কার্যক্রম। গতকাল দুপুরে বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক। তিনি বলেন, মঙ্গলবার থেকে ঢাকাসহ সারা দেশে করোনার চতুর্থ ডোজ টিকা কার্যক্রম শুরু হবে। দেশের প্রতিটি কেন্দ্রেই অন্যান্য ডোজ টিকার সঙ্গে চতুর্থ ডোজও প্রয়োগ করা হবে। এ লক্ষ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এর আগে স্বাস্থ্য অধিদফতর থেকে বলা হয়েছিল, পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি কেন্দ্রে কিছু মানুষকে চতুর্থ ডোজের টিকা প্রয়োগ করা হবে এবং দুই সপ্তাহ তাদের পর্যবেক্ষণ শেষে সারা দেশেই দেওয়া হবে। তবে অন্যান্য ডোজের মতো চতুর্থ ডোজ আপাতত গণহারে দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছে অধিদফতর।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর