মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

চরফ্যাশনের যুবক তৈরি করলেন রিমোট কন্ট্রোল জাহাজ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশনের যুবক তৈরি করলেন রিমোট কন্ট্রোল জাহাজ

চরফ্যাশনের যুবক নুরে বেলায়েত (আকাশ) এমন এক ইলেকট্রিক ডেমো জাহাজ তৈরি করেছেন, যেটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বাতাস এবং ঢেউ প্রতিরোধ করে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে চলতে পারবে। ওয়াটারপ্রুফ হওয়ায় এটি ডুবে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। আবার হেলে পড়লেও মুহূর্তেই এটি আগের অবস্থানে ফিরে আসবে। এটি তৈরি করে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন এ যুবক। তিনি জানান, ২৮ দিনের প্রচেষ্টায় তিনি এ ডেমো জাহাজটি তৈরি করেছেন। সর্বোচ্চ গতি সম্পন্ন এ জাহাজটি তিনি নৌ বাহিনীর সদস্যদের জন্য তৈরি করেছেন। তার মতে, এটির ব্যবহার শুরু করলে বাংলাদেশ এগিয়ে যাবে অনেক দূর। সরকারের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও প্রযুক্তিনির্ভর ইলেকট্রিক জাহাজ নির্মাণের ইচ্ছা তার। চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের প্রবাসী আবু তাহের সিরাজের ছেলে নুরে বেলায়েত আকাশের ভাষ্য অনুযায়ী, ইউটিউব ও গুগলের সহায়তা নিয়ে তিনি ডেমো জাহাজটি তৈরি করেছেন। আকাশ বলেন, সেন্সর, লাইভ ক্যামেরা ও স্যাটেলাইটের নানা প্রযুক্তিনির্ভর রিমোট কন্ট্রোল সিস্টেমের এ জাহাজটি দেখলে বোঝা যাবে না এর অসাধারণ দুর্বার গতি ও ক্ষমতা সম্পর্কে। দুর্যোগের মধ্যেও এটি স্বাভাবিক গতিতে চলতে পারবে যে কোনো বাধা অতিক্রম করে। জাহাজটি ১০ কিলোমিটার অদূরে শত্রুপক্ষের বাধা-বিপত্তি, গতিবিধি নজরদারি করতে বিশেষ সংকেত দিতে কাজে লাগবে। এ ছাড়া এতে রয়েছে ড্রোন ফ্লাই করার ব্যবস্থা, যার মধ্য দিয়ে দূরের যে কোনো অবস্থানও নির্ণয় করা যাবে। আকাশ আরও বলেন, নৌ বাহিনীর সদস্যদের নিরাপত্তা, টহল অভিযান ও যুদ্ধে ব্যবহারের জন্য এ ধরনের জাহাজ প্রয়োজন। আমার উদ্ভাবিত এমন জাহাজ দ্বিতীয়টি আর নেই। এটিই প্রথম প্রযুক্তিনির্ভর জাহাজ। নাবিকবিহীন রিমোর্ট কন্ট্রোলে জাহাজটি পরিচালনা করা যাবে। এদিকে আকাশের রিমোর্ট কন্ট্রোল ডেমো জাহাজটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান জাহাজটি সম্পর্কে বলেন, তরুণ বিজ্ঞানীর এ জাহাজ আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর