শিরোনাম
মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত প্রত্যাহার দাবি ২৯ বিশিষ্ট নাগরিকের

নিজস্ব প্রতিবেদক

‘হঠাৎ করে’ প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন দেশের ২৯ জন বিশিষ্ট নাগরিক। তারা বলেছেন, এই পরীক্ষা চালুর মাধ্যমে কোচিং বাণিজ্য ও গাইড বইয়ের দৌরাত্ম্য বাড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অভিভাবকদের বাড়তি খরচেরও সম্মুখীন হতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হবে। গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এই দাবি জানান। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, রাশেদা কে চৌধূরী, কাজী খলীকুজ্জমান আহমদ, রামেন্দু মজুমদার, সুলতানা কামাল, নাসির উদ্দীন ইউসুফ, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক মনজুর আহমেদ, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ইলিয়াস কাঞ্চন, অধ্যাপক এম তারিক আহসান প্রমুখ। বিবৃতিতে তারা বলেন, এভাবে ‘হুট করে’ বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীদের ওপর নানামুখী মানসিক ও শারীরিক চাপ পড়বে। এ ছাড়া নতুন শিক্ষাক্রমে যেখানে সব শিক্ষার্থীর মেধার সম্পূর্ণ বিকাশের নানা দিককে উৎসাহিত করা হচ্ছে, সেখানে মাত্র ২০ শতাংশ শিক্ষার্থীকে বাছাই করে বৃত্তি কার্যক্রম শুরু করলে সুবিধাভোগী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সব শিক্ষার্থীর মেধা যাচাইয়ের সুন্দর ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন শুধু ২০ শতাংশ শিক্ষার্থীর জন্য হঠাৎ ‘বৃত্তি পরীক্ষা’ চালু করা হচ্ছে, তা বোধগম্য নয়। প্রসঙ্গত, চলতি বছর প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর। এতে একেকটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিপড়ুয়া ২০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে।

সর্বশেষ খবর