মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মাদক পাচারে ব্যবহার শিশু!

সিরাজগঞ্জ প্রতিনিধি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক পাচারে শিশুদের ব্যবহার করা হচ্ছে। এমন অভিযোগে রবিবার বিকালে অভিযান চালিয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশের মহাসড়কের ওপর থেকে ১১ বছর বয়সী শিশুসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২। এ সময় তাদের কাছ থেকে ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটক মাদক কারবারি সাব্বির হোসেন (২২) ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মারাধার এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে। শিশুটি একই এলাকার মৃত শাহিনের ছেলে সবুজ ইসলাম (১১)। র‌্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আবুল হাসেম সবুজ জানান, মাদক পাচার হচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে সেতুর পশ্চিপাড় রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশের মহাসড়ক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারি সাব্বির হোসেন, তার স্ত্রী, শিশুকন্যা এবং শিশু সবুজকে ব্যাগ-পটলা নিয়ে মহাসড়কে অপেক্ষমান অবস্থায় দেখা যায়। পরে তাদের তল্লাশি করে ব্যাগের ভিতরে থাকা ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটক সাব্বির জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই শিশুসহ নারীদের নিয়ে দেশের বিভিন্ন জেলায় মাদক পৌঁছে দিত। র‌্যাব কর্মকর্তা আরও জানান, সাব্বির আগেও মাদক বহনে শিশুদের ব্যবহার করেছে। শিশু সবুজও মাদক পাচারের অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছিল। দুধের শিশুসহ নারীর সম্পৃক্ততা প্রাথমিকভাবে প্রমাণ না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া র‌্যাব শহরের মালসাপাড়ায় অভিযান চালিয়ে ২৭ বোতল ফেনসিডিল ও চার পিস ইয়াবাসহ মাহমুদুল হক মামুন (৩৭) নামে শহরের মালসাপাড়ার আবদুল হকের ছেলেকে আটক করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর