রাজধানীর বাংলামোটর মোড় থেকে মগবাজারের দিকে যেতে একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গত রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বাস থেকে আগুন রাস্তার পাশে মমতাজ ম্যানশনেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে রাত ১০টা ৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ঢাকা সদরের উপপরিচালক বজলুর রশিদ জানান, বাসটি সেন্টমার্টিন পরিবহনের। এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে অগ্নিকাণ্ডের খবর জানান। তিনি বাসটির পেছনে একটি প্রাইভেটকারে ছিলেন। খবর পেয়ে ৯টা ২৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তিনি আরও জানান, বাসটিতে যেখানে আগুন লাগে তার পাশেই মমতাজ ম্যানশন। সেখানে মোটর পার্টসের একটি গোডাউনে আগুন লেগে যায়। গোডাউনে বাস-ট্রাক-মোটরসাইকেলের পার্টস ছাড়াও মবিল ছিল।
অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও ফায়ার সার্ভিস বলছে, বাসের ভিতর থেকেই যে আগুনের সূত্রপাত সে ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা নেমে যান, তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও ফায়ার সার্ভিস জানিয়েছে।
পাশের একটি দোকানের কর্মচারী কাওছার হোসেন বলেন, বাসটি এখানে এসে দাঁড়ালে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় বাসের সব যাত্রী নামতে শুরু করেন। আগুন ছড়িয়ে পড়লে মার্কেটের সামনে দিয়ে যাওয়া ডিশলাইন ও বৈদ্যুতিক তারে আগুন লাগে?। পরে সেখান থেকে আগুন গোডাউনে লাগে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক বজলুর রশিদ আরও জানান, আগুন লাগার সংবাদ পেয়ে আমরা আসি। এ সময় বাসে কোনো যাত্রী ছিল না। আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না। তবে এটা নিশ্চিত বাস থেকেই আগুন লেগেছে। পরে মার্কেটে ছড়িয়ে পড়েছে। রাত সাড়ে ১০টার পর ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।