মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এবার শিলিগুড়ি থেকে সরাসরি বাংলাদেশে বাস চলবে

কলকাতা প্রতিনিধি

এবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (এনবিএসটিসি) বাসে চড়ে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে সরাসরি যাওয়া যাবে প্রতিবেশী বাংলাদেশে। এ বিষয়ে ইতোমধ্যে চূড়ান্ত আলোচনা করেছেন নিগমের কর্তারা। বেসরকারি বাস কোম্পানির সঙ্গে চুক্তি করে যৌথ উদ্যোগে ফুলবাড়ী সীমান্ত হয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করবে বাস। মূলত নেপালে বাস চালিয়ে সাফল্যের পরই বাংলাদেশে বাস চালাতে তৎপর এনবিএসটিসি।

রাজ্যে বিগত বাম আমল থেকে লোকসানে চলা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে ঘুরিয়ে দাঁড় করাতে তৎপর রাজ্য সরকার। পরিবহন সংস্থাকে বাঁচাতে জোর দেওয়া হয়েছে যাত্রী পরিবহনের ওপর। আর সে কথা মাথায় রেখেই বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করে মাস কয়েক আগেই নিগম শিলিগুড়ি জংশন থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত বাস পরিষেবা চালু করে। এই পরিষেবা চালু করায় সাফল্য পেয়েছিল নিগম। তাই এবার শিলিগুড়ি থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি হয়ে সরাসরি বাংলাদেশ পর্যন্ত বাস পরিষেবা চালু করা নিয়ে উদ্যোগ নিতে শুরু করেছে নিগম।

সর্বশেষ খবর