রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঐতিহ্যের গরুর গাড়ি এখনো

সাজ্জাদ হোসেন, নড়াইল

ঐতিহ্যের গরুর গাড়ি এখনো

মধুমতী, চিত্রা, নবগঙ্গা, কাজলাসহ ১০ নদী আর ছোট-বড় ৫৭টি বিলবেষ্টিত নড়াইল জেলা। এখানে উন্নয়নবঞ্চিত খাল-বিল এলাকার পণ্য পরিবহনের মাধ্যম একমাত্র গরুর গাড়ি। এসব এলাকার মানুষের কাছে তাই গরুর গাড়ির দারুণ কদর। সরেজমিন গিয়ে দেখা গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন খাল-বিল এলাকার কৃষিপণ্য থেকে শুরু করে যে কোনো মালামাল পরিবহনের বাহন হিসেবে একমাত্র সম্বল গরুর গাড়ি। বিলের খানাখন্দে ভরা কাদাময় রাস্তায় যেখানে ভ্যান, রিকশা, ট্রলি, ট্রাক যেতে পারে না- সেই সব রাস্তায় জনপ্রিয় বাহন হিসেবে গরুর গাড়ির কদর বেড়েছে। এ জেলার ৫৭টি বিলে সিংহভাগ রবিশস্য উৎপাদন হয়। পাট, আলু, বাদাম, ভুট্টা, গম, ডাল এসব অর্থকরী ফসল ও ধান পরিবহনে কৃষকরা গরুর গাড়িই ব্যবহার করছেন। এ ছাড়া কৃষকরা এখন তাদের উৎপাদিত ফসল গরুর গাড়িতে হাট-বাজারে নিয়ে বিক্রি করছেন। ফলে আর ফড়িয়া ব্যবসায়ীদের কাছে কম মূল্যে ফসল বিক্রি করতে হয় না। দেখা গেছে, জেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা একদিকে যেমন উৎপাদিত ফসল হাট-বাজারে নিয়ে যাচ্ছেন, তেমনি কৃষি উপকরণ সার বীজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় মালামাল ক্রয় করে গরুর গাড়িতে করেই নিয়ে যাচ্ছেন। গরুর গাড়ির মালিকরাও অর্থ উপার্জন করে সুন্দরভাবে সংসার চালাচ্ছেন।

এ প্রসঙ্গে নড়াইল সদরের হোগলাডাঙ্গা গ্রামের গরুর গাড়ির মালিক কৃষক সোবহান শেখ বলেন, ‘যেখানে ইঞ্জিনচালিত কোনো যানবাহন চলে না, সেখানে গরুর গাড়ি দিয়ে নির্বিঘ্নে ফসলাদি পরিবহন করছি। যার কারণে গ্রামের কৃষকদের কাছে গরুর গাড়ি জনপ্রিয় একমাত্র পরিবহন মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। মোটকথা গরুর গাড়ি খাল-বিল অঞ্চলবাসীর পরিবহনের একমাত্র ভরসা।’  ছাকায়েত শিকদার নামের অপর এক গরুর গাড়ি চালক বলেন, ‘প্রতিদিন গাড়ি দিয়ে ৮০০-১০০০ করে টাকা উপার্জন করা যায়। গরুর পেছনে দৈনিক ১০০ থেকে ২০০ টাকা খরচ হয়। বাকি টাকা আয় থাকে।’ উল্লেখ্য, আগেও বিভিন্ন কৃষিজাত দ্রব্য ও ফসল বহনের কাজে গরুর গাড়ির প্রচলন ছিল ব্যাপক। সভ্যতার প্রায় উন্মেষকাল থেকেই বাংলাদেশের সর্বত্রই যাতায়াত ও পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল ‘গরুর গাড়ি’। নতুন নতুন প্রযুক্তির ফলে মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটেছে। পক্ষান্তরে হারিয়ে যাচ্ছে অতীতের এই ঐতিহ্য। তবে প্রয়োজনের খাতিরে উন্নয়নবঞ্চিত খাল-বিল এলাকায় এখনো বহাল তবিয়তে আছে এই গাড়ি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর