সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের জন্য প্রয়োজনে খুন করতেও দ্বিধা করে না ওরা। দীর্ঘদিন ধরে ভয়ংকর এই চক্রটি ছিনতাইয়ের পাশাপাশি অনেক অপরাধের সঙ্গে জড়িত। রাতে বয়স্ক ও দুর্বল চালকদের টার্গেট করে তাদের নির্ধারিত স্থানে নিয়ে গিয়ে খুন করে। ১৯ জানুয়ারি রাজধানীর ডেমরায় সিএনজিচালক আলী হোসেন খুনের ছায়াতদন্তেও একটি চক্রের সদস্যদের নাম আসে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে এবার অন্যতম আসামি বাঘাসহ এজাহারভুক্ত তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১০-এর একটি দল। গ্রেফতার ব্যক্তিরা হলেন নুর হোসেন ওরফে বাঘা (৪৩) লিংচান ওরফে নীলচান মিয়া (৩৫) এবং মো. আ. মান্নান ওরফে মন্নান (৩৫)। এ সময় তাদের কাছ থেকে দস্যুতা ও হত্যার কাজে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার চাকু ও টাই ক্যাবল উদ্ধার করা হয়। জানা গেছে, ১৯ জানুয়ারি রাত ১টার দিকে সিএনজিচালক আলী হোসেন যাত্রী পরিবহনের জন্য মুন্সীগঞ্জ জেলার মোক্তারপুর ব্রিজ এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা চার ছিনতাইকারী পূর্বপরিকল্পনা অনুযায়ী যাত্রীবেশে রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেটের সামনে যাওয়ার জন্য ৩৫০ টাকায় সিএনজিটি ভাড়া করে। তবে মাতুয়াইল যাওয়ার পথে রাত ২টার দিকে ডেমরার মদিনা চত্বরে পৌঁছলে দুর্বৃত্তরা আলী হোসেনকে এলোপাতাড়ি মারধর শুরু করে। আলীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকে খুন করে পালিয়ে যাওয়ার সময় আল আমিন নামের একজনকে স্থানীয় বাসিন্দারা আটক করতে সক্ষম হন। তবে বাকিরা সিএনজি নিয়ে পালিয়ে যায়। র্যাব-১০ অধিনায়ক ফরিদ উদ্দীন জানান, র্যাবের গোয়েন্দা শাখার সহায়তায় র্যাব-১০-এর একটি আভিযানিক দল শনির আখড়া থেকে নুর হোসেন ওরফে বাঘাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকা থেকে লিংচান ও মান্নানকে গ্রেফতার করা হয়।
শিরোনাম
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো : জামায়াত আমির
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের জন্য খুন করে ওরা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর