রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের জন্য খুন করে ওরা

নিজস্ব প্রতিবেদক

সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের জন্য খুন করে ওরা

সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের জন্য প্রয়োজনে খুন করতেও দ্বিধা করে না ওরা। দীর্ঘদিন ধরে ভয়ংকর এই চক্রটি ছিনতাইয়ের পাশাপাশি অনেক অপরাধের সঙ্গে জড়িত। রাতে বয়স্ক ও দুর্বল চালকদের টার্গেট করে তাদের নির্ধারিত স্থানে নিয়ে গিয়ে খুন করে। ১৯ জানুয়ারি রাজধানীর ডেমরায় সিএনজিচালক আলী হোসেন খুনের ছায়াতদন্তেও একটি চক্রের সদস্যদের নাম আসে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে এবার অন্যতম আসামি বাঘাসহ এজাহারভুক্ত তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০-এর একটি দল। গ্রেফতার ব্যক্তিরা হলেন নুর হোসেন ওরফে বাঘা (৪৩) লিংচান ওরফে নীলচান মিয়া (৩৫) এবং মো. আ. মান্নান ওরফে মন্নান (৩৫)। এ সময় তাদের কাছ থেকে দস্যুতা ও হত্যার কাজে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার চাকু ও টাই ক্যাবল উদ্ধার করা হয়। জানা গেছে, ১৯ জানুয়ারি রাত ১টার দিকে সিএনজিচালক আলী হোসেন যাত্রী পরিবহনের জন্য মুন্সীগঞ্জ জেলার মোক্তারপুর ব্রিজ এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা চার ছিনতাইকারী পূর্বপরিকল্পনা অনুযায়ী যাত্রীবেশে রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেটের সামনে যাওয়ার জন্য ৩৫০ টাকায় সিএনজিটি ভাড়া করে। তবে মাতুয়াইল যাওয়ার পথে রাত ২টার দিকে ডেমরার মদিনা চত্বরে পৌঁছলে দুর্বৃত্তরা আলী হোসেনকে এলোপাতাড়ি মারধর শুরু করে। আলীর     চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকে খুন করে পালিয়ে যাওয়ার সময় আল আমিন নামের একজনকে স্থানীয় বাসিন্দারা আটক করতে সক্ষম হন। তবে বাকিরা সিএনজি নিয়ে পালিয়ে যায়। র‌্যাব-১০ অধিনায়ক ফরিদ উদ্দীন জানান, র‌্যাবের গোয়েন্দা শাখার সহায়তায় র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল শনির আখড়া থেকে নুর  হোসেন ওরফে বাঘাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকা থেকে লিংচান ও মান্নানকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর