রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনে অংশ নেব তবে আওয়ামী লীগের অধীনে নয় : ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ২৭ দফা প্রস্তাব দিয়েছি। আমরা নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচনে আমরা অংশ নেব, তবে আওয়ামী লীগের অধীনে নয়। কারণ তারা কাউকে ভোট দিতে দেয় না। তাদের কথা হলো, ‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব’। আগামীতে তাদের আর এ রকম করতে দেওয়া হবে না। এর বিরুদ্ধে শান্তিপূর্ণ কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

মির্জা ফখরুল গতকাল সকালে ঠাকুরগাঁও শহরে বিএনপি কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। তিনি বলেন, আওয়ামী লীগের গণতন্ত্র লুট করার গণতন্ত্র, টাকা পাচার করার গণতন্ত্র, মানুষ হত্যা করার গণতন্ত্র। তিনি আরও বলেন, এই আওয়ামী  লীগ ১৪ বছরে উন্নয়নের নামে মানুষকে বোকা বানিয়েছে, মানুষের সঙ্গে প্রতারণা করছে। বাস্তবে কোনো উন্নয়ন নেই। উন্নয়ন হয়েছে শুধু সরকারি দলের নেতাদের। যাদের এক তলা বাড়ি ছিল তাদের আজ ১০ তলা বাড়ি হয়েছে। মির্জা ফখরুল বলেন, এখন বাসা থেকে অফিসে হেঁটে এলাম। আসার পথে দেখলাম রাস্তাঘাটের একেবারে কাহিল অবস্থা। এটাই হচ্ছে তাদের উন্নয়নের বাস্তব চিত্র। তিনি বলেন, এ সরকার খারাপ- এ কথাটা বললে তারা মামলা দিয়ে দেয়। তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, ওবায়দুল্লাহ মাসুদ, মামুনুর রশিদ, শরিফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

সর্বশেষ খবর