চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট নিরসনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে। ইতোমধ্যে এ ঋণের প্রথম কিস্তি প্রায় ৪৭ কোটি ৬২ লাখ ডলার ছাড়ও করেছে আইএমএফ। এই ঋণ চলমান ডলার সংকট এড়াতে খুব একটা প্রভাব না ফেললেও সামষ্টিক অর্থনীতিতে এক ধরনের আত্মবিশ্বাসের সঞ্চার ঘটাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, এই সংকটকালে নিঃসন্দেহে এটি একটি উত্তম ঋণ কর্মসূচি। এ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করেছেন মানিক মুনতাসির
► এটা নিঃসন্দেহে একটা ভালো কর্মসূচি
► ডলার সংকটে খুব একটা প্রভাব ফেলবে না
► সামষ্টিক অর্থনীতিতে আত্মবিশ্বাস বাড়াবে