সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আগুনে পুড়ল কড়াইল বস্তির ৬০ ঘর

নিজস্ব প্রতিবেদক

আগুনে পুড়ল কড়াইল বস্তির ৬০ ঘর

আগুনে পুড়ে গেছে কড়াইল বস্তির বেশ কয়েকটি ঘর -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ৯টি ইউনিটের মাধ্যমে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে গেছে বস্তির ৬০টি ঘর। চুলা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেনি তারা। এদিকে, রাজধানীর মৌচাক মার্কেটেও আগুনের ঘটনা ঘটেছে।

কড়াইল বস্তির আগুনের বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির একটি চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। তখন বস্তির লোকজন আগুন নেভাতে গিয়ে ব্যর্থ হন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকে। বাসিন্দারা আগুনের হাত থেকে বাঁচতে নিরাপদ জায়গায় আশ্রয় নেন। অনেকে পানি ও বালি মেরে আগুন নেভানোর চেষ্টা করেন। আবার অনেকে যতটা পেরেছেন নিজের ঘর থেকে মালামাল বের করেছেন। পরে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসকে বস্তিবাসীরাও সহযোগিতা করেন। যাদের ঘর পুড়ে গেছে, তাদের আহাজারি করতে দেখা গেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, আগুনে ৫০ থেকে ৬০টি ঘর পুড়েছে বলে নিশ্চিত হয়েছি। আগুনের ঘটনা ঘটেছে চুলা থেকে। ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পরে জানানো হবে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, প্রাথমিকভাবে ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। ৯টি ইউনিটের সম্মিলিত চেষ্টায় বিকাল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

৬টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নিভে যায়। আগুনে বস্তির বেশকিছু কাঁচা ঘর পুড়ে গেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, রাজধানীর মৌচাক মার্কেটের সাত তলায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মৌচাক মার্কেটের সাত তলায় আগুন লাগার সংবাদ আসে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরিত্যক্ত কাগজপত্রে আগুন লাগে। তবে আগুনের কারণ, হতাহত বা ক্ষয়ক্ষতি তদন্তের পর বলা যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর