সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নিরাপত্তা অনিশ্চয়তায় ক্যাম্পাসে আসতে অনীহা ফুলপরীর

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন এক ছাত্রীকে রাতভর নির্যাতনের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি। গতকাল সকাল ১০টার দিকে রেজিস্ট্রার বরাবর প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

এদিকে তদন্তের স্বার্থে ভিকটিম ফুলপরীকে ক্যাম্পাসে ডেকেছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গঠিত তদন্ত কমিটি। নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস না পাওয়ায় ক্যাম্পাসে আসতে অনীহা প্রকাশ করেন ফুলপরী। ভুক্তভোগী ছাত্রী নিজেই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাকে বাড়ি থেকে ক্যাম্পাস পর্যন্ত নিরাপত্তা দিতে পারলে যাব। কারণ রাস্তায় বিপদ হতে পারে। তাদের যদি প্রয়োজন হয়, আমার বাড়ি এসে বক্তব্য নিতে পারেন।’

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘তদন্তের স¦ার্থে তাকে আসার জন্য বলা হয়েছিল। পুুরো নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছিলাম। তিনি প্রশাসনের নিরাপত্তা দাবি করেন। না আসায় ফোনে কথা বলে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আমাদের তদন্ত কার্যক্রম শেষের দিকে। আজই প্রতিবেদন জমা দেওয়া হবে।’ জানা যায়, ১২ ফেব্রুয়ারি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুনকে দেশরত্ন শেখ হাসিনা হলের দোয়েল-২ গণরুমে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ছাত্রলীগ কর্মী তাবাসসুম ইসলাম, মোয়াবিয়া জাহান, ইসরাত জাহান মিমি ও হালিমা খাতুন উর্মীসহ কয়েকজন রাতভর নির্যাতন করেন। এ সময় ফুলপরীকে মারধর, পায়ে পিন ফুটানো, বিবস্ত্র করে ভিডিও ধারণসহ বিভিন্ন নির্যাতন করা হয়।  তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার বলেন, ‘হাই কোর্টের নির্দেশনানুযায়ী বিশ্ববিদ্যালয়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আমরা সেই কমিটির প্রতিবেদন আজকে পেয়েছি। আজকের মধ্যে এটা আমরা পাঠিয়ে দিব। কালকের মধ্যে হাই কোর্টে জমা দেওয়া হবে। এরপর হাই কোর্ট যে নির্দেশনা দিবে সে অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর