মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

৬৫ কোটি টাকা আত্মসাতে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি থেকে আয় করা টাকা আত্মসাতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহিদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে দায়িত্বরত উপপরিচালক মো. রফিকুজ্জামান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ দণ্ডবিধির ৪০৬ ও ৪০৯ ধারায় এ মামলা করেন।

এজাহার থেকে জানা যায়, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড এবং এর পরিচালনা পর্ষদ কর্তৃক বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের মনোনীত কর্মকর্তা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্টন মডেল থানায় একটি অভিযোগ করেন। উল্লিখিত অপরাধ দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত হওয়ায় পল্টন থানা পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ না করে জিডিভুক্ত করে কমিশন বরাবর পাঠিয়ে দেয়। ওই অভিযোগের অনুসন্ধানপূর্বক দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুজ্জামান ও উপপরিচালক মো. তানজির হাসিব সরকারের সমন্বয়ে গঠিত টিম ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল্লাহ, বিনিয়োগকারীদের অনুমতি ছাড়া শেয়ার বিক্রির টাকা তছরুপ এবং কোম্পানির হিসাবে বিনিয়োগকারীদের পাওনায় ঘাটতি রেখে মোট ৬৫ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৪৭৪ টাকা আত্মসাৎ করেছেন মর্মে অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করেন।

সর্বশেষ খবর