ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. হাসিনা শেখ বলেছেন, স্বতন্ত্র পরিচালকের কাজই হচ্ছে ভুল ধরিয়ে দেওয়া। যারা ফ্রেমের মধ্যে থাকেন তাদের অনেক সময় ভুলগুলো চোখে পড়ে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. হাসিনা শেখ বলেন, তো এ ভূমিকা পালন করার জন্যই স্বতন্ত্র পরিচালকদের নিয়োগ দেওয়া হয়। সে ক্ষেত্রে এ রকম লোকদেরই নিয়োগ দেওয়া উচিত, অবশ্যই যাদের যোগ্যতা আছে। পরিচালক নিয়োগের শর্ত যেগুলো আছে সেগুলো যেন দেখা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারপারসন আরও বলেন, কাজ করার সময় তাকে যেন কোনো শর্ত না দেওয়া হয়। ব্যাংকের কোথাও কমপ্লায়েন্সের অভাব থাকলেই তারা হস্তক্ষেপ করবেন, তাদের কাজই এটা। তারা কিন্তু আসলে পর্যবেক্ষক। তারা দেখবেন ব্যাংকের কাজগুলো কীভাবে হচ্ছে। তাদের কাজই হচ্ছে বোর্ডে পর্যবেক্ষণ করা, কীভাবে কাজগুলো হচ্ছে। যখনই কোনো কিছুতে অসংগতি মনে হবে তখনই তারা সে বিষয়ে কথা বলবেন। তিনি বলেন, মালিকদের স্বার্থ দেখা স্বতন্ত্র পরিচালকের কাজ নয়। এটা করা উচিত নয়। তার কাজই হচ্ছে প্রতিষ্ঠানের বাইরে থেকে ভিন্ন দৃষ্টিতে পর্যবেক্ষণ করা। এ জন্যই তাকে একেবারে বাইরে থেকে নিয়োগ দেওয়া হয়।