খুনের ২০ বছর পর তিন ভাইয়ের হত্যা মামলার অন্যতম আসামি আবুল কালাম চৌধুরী ওরফে কালাম চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া কালাম মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, তিন খুনের যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি কালাম চেয়ারম্যান ২০ বছর ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়।
জানা যায়, ২০০৩ সালে জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জেরে তিন সহোদর আবুল বশর, বাদশাহ ও কাশেমকে খুন করে কালাম ও তার সহযোগীরা। এ ঘটনায় নিহতদের ভাই কাজী মফজল মাস্টার বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন। মামলায় আবুল কালাম চৌধুরীসহ ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরবর্তীতে আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামি আবুল কালাম চৌধুরীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন।