কক্সবাজারের টেকনাফের সেন্টমাটিন দ্বীপে কোরাল জালে ধরা পড়েছে ১০টি পোপা মাছ। ট্রলার মালিক মাছগুলোর দাম হাঁকচ্ছেন ২০ লাখ ৫০ হাজার টাকা। গতকাল ভোর ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমপাড়ার আবদুল গনির মালিকানাধীন ফিশিং ট্রলারের জালে মাছগুলো ধরা পড়ে। পরে সকাল ১০টার দিকে ট্রলারটি সেন্টমাটিন দ্বীপ জেটিঘাটে এসে পৌঁছালে তা দেখতে ভিড় জমান পর্যটকরা। মাছগুলো স্থানীয়ভাবে ‘কালা পোপা’ নামে পরিচিত।
টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এই মাছের বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি। এর বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায়। এজন্য বিশ্বের বিভিন্ন দেশে এই মাছের চাহিদা আছে। পোপা মাছের বায়ুথলি বেশ মূল্যবান বলে এর দামও অনেক বেশি।’
ট্রলারের মালিক আবদুল গনি বলেন, ভোররাতে কোরাল জালে ধরা পড়েছে ১০টি ১১৫ কেজি ৫০০ গ্রাম ওজনের ‘কালা পোপা’। এর মধ্যে একটির ওজন সাড়ে ১২ কেজি থেকে ২০ কেজি পর্যন্ত। মাছের দাম চাইছি ২০ লাখ ৫০ হাজার টাকা। এ পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে দাম উঠেছে সাড়ে ১০ লাখ টাকা। ভালো দামে বিক্রির আশায় মাছ ফ্রিজিং করে কক্সবাজার শহরে নিয়ে যাচ্ছি।সেন্টমার্টিনের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল বলেন, আবদুল গনি খুব ভাগ্যবান। প্রতি বছর কয়েকটি করে এই পোপা মাছ পেয়ে থাকেন। প্রতি বছরের মতো এবারও তার জালে ১০টি পোপা মাছ ধরা পড়েছে।