শিরোনাম
মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ভেঙে ফেলা হয়েছে বিজয় সরণির বঙ্গবন্ধু ভাস্কর্য

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিজয় সরণিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে হাতুড়ি দিয়ে ভাস্কর্য ভাঙতে শুরু করে উত্তেজিত জনতা। এর আগে দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার সংবাদ ছড়িয়ে পড়লে লাখো জনতা রাস্তায় রাস্তায় জড়ো হন। যার একটি বড় অংশ রাজধানীর বিজয় সরণিতে দেখা গেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১০ নভেম্বর ঢাকার বিজয় সরণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উদ্বোধন করেছিলেন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সর্বশেষ খবর