ইসলাম ধর্মাবলম্বীদের দুই ঈদ এবং সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার ছুটি বাড়িয়ে ২০২৫ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের সভায় ঈদুল ফিতরে পাঁচ, ঈদুল আজহায় ছয় এবং দুর্গাপূজায় দুই দিন ছুটির অনুমোদন দেওয়া হয়। আগে দুই ঈদে তিন দিন করে এবং দুর্গাপূজায় এক দিন সরকারি ছুটি ছিল। ২০২৫ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছরের ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর এবং ৭ জুন শনিবার ঈদুল আজহায় এক দিন করে সাধারণ ছুটি। এর সঙ্গে ঈদুল ফিতরের আগের দুই দিন ও পরের দুই দিন (২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আর ঈদুল আজহার আগের দুই দিন ও পরের তিন দিন (৫ ও ৬ জুন এবং ৮, ৯ ও ১০ জুন) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দুর্গাপূজায় বিজয়াদশমীর দিন ২ অক্টোবর সাধারণ ছুটি এবং আগের দিন ১ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি রয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, একজন কর্মচারীকে তাঁর নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে। প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে। যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন দিয়ে নিয়ন্ত্রিত হয় বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার থেকে অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ষোষণা করবে। প্রজ্ঞাপনে সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সাধারণ ছুটি, ঐচ্ছিক ছুটি সবই উল্লেখ করা হয়েছে।
শিরোনাম
- ভারত থেকে এলো ৪৬৮ মেট্রিক টন আলু
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতার আশা সৌম্যের
- জর্ডানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, হতাহত ৬৬
- মৌসুমে প্রথমবার মুখোমুখি মোহামেডান-আবাহনী
- নালিতাবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- টাইগারদের এমন হারের পর যা বললেন বিসিবি সভাপতি
- ’৭১ এর জুলুমের পুনরাবৃত্তি ’২৪ এ করেছে আওয়ামী লীগ : প্রেস সচিব
- ট্রাম্পের শপথের আগে ইউক্রেনে হামলা জোরদার রাশিয়ার
- বুদ্ধিজীবী কবরস্থানে চীরনিদ্রায় শায়িত হবেন কবি হেলাল হাফিজ
- দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কাজে লাগানোর আহ্বান আসিফ নজরুলের
- ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড
- পতিত স্বৈরশাসক মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের দলীয়করণ করেছিলো: সালাম
- ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ৯৩ মিসাইল ও ২০০ ড্রোন হামলা রাশিয়ার
- কিশোরগঞ্জে চোর সন্দেহে দু’জনকে পিটিয়ে হত্যা
- স্যাটেলাইটে ধরা পড়লো ইরানের নতুন ড্রোন ক্যারিয়ার
- শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
- ফের অভিশংসন ভোটের মুখে পড়তে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
- টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল ভারত
- জনগণের ইচ্ছা অনুযায়ী দ্রুত নির্বাচন হবে : আশাবাদ মির্জা ফখরুলের
- অপরাধীদের ক্ষমায় রেকর্ড করলেন বাইডেন!
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
ঈদ-পূজার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক
টপিক
এই বিভাগের আরও খবর