বিজিএমইএর সাবেক পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেছেন, ব্যবসার জন্য দীর্ঘমেয়াদি রোডম্যাপ ঘোষণা করতে হবে। আগামী পাঁচ বছরে আমাদের ভ্যাটনীতি, ট্যাক্সনীতি কী হবে তার একটা গাইডলাইন থাকা উচিত। এসব নীতি যেন অটল থাকে। সরকার পরিবর্তন হলেও নীতিতে যেন পরিবর্তন না হয়। এতে বিনিয়োগকারীরা ব্যবসার আনুষঙ্গিক খরচসহ একটি পরিকল্পনা করতে পারে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাইরের দেশের কোম্পানিকে আকৃষ্ট করার ব্যবস্থা করা যেতে পারে। বিভিন্ন দেশের কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, এসব কোম্পানিকে নিয়ে আসা- এটাও এক ধরনের আস্থা, যা অন্যদের সাহস দেবে। মো. মহিউদ্দিন রুবেল বলেন, দেশের সবকিছুর মধ্যে স্থিতিশীলতা নিয়ে আসতে হবে। অন্তবর্তী সরকার যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে সেখানে গতি ফেরার আশা দেখা যাচ্ছে। এত দিন আমরা অন্ধকারে ছিলাম এখন কিছুটা আলোর মুখ দেখছি। ৫ আগস্টের পর এখন কিছুটা নিরাপত্তার বিষয়টি উন্নতি হচ্ছে। এখনো ব্যবসাবান্ধব নিরাপত্তার ব্যবস্থা হয়নি। সেটা হতে হবে। বিনিয়োগকারীরা এখানে যেন নিরাপদ বোধ করে। নির্বাচনের আগে পলিসি লেভেলের সংস্কার হলে ব্যবসায়ীদের মধ্যে স্বাচ্ছন্দ্য বিরাজ করবে।
তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। আগে নীতিগত যত ধরনের গ্যাপ ছিল, এসব নীতিগত বিষয় একটি ফেমওর্য়াক করে ব্যবসাবান্ধব অবস্থায় নিয়ে আসতে হবে। ব্যবসাসহায়ক নীতি তৈরি করতে হবে। এর মধ্যে ব্যাংক খাত সংস্কার থাকবে, জ্ব¦ালানি খাতে পলিসি নিয়ে কাজ করতে হবে।
ব্যবসায় দীর্ঘসূত্রতার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে ব্যবসায় অনেক দীর্ঘসূত্রতা রয়েছে। ব্যবসা শুরু করতে হলে অনেক ডকুমেন্ট অনেক স্থান থেকে নিতে হয়ে। এগুলো এক জায়গায় নিয়ে আসা। এসব ডকুমেন্ট নিতে সময়ক্ষেপণ করতে হয়। এগুলোকে কেন্দ্রীভূত করতে হবে। এ ছাড়া আমলাতান্ত্রিত জটিলতা কাস্টমস, বন্ড, ভ্যাট, ট্যাক্স এসব জায়গায় অনেক জটিলতা রয়েছে। এগুলো কমাতে হবে। এজন্য অবশ্যই দুর্নীতিমুক্ত পরিবেশ থাকতে হবে। ব্যবসার জন্য গোপন কোনো খরচ থাকবে না। ব্যবসা করতে গেলে এসব ক্ষেত্রে অনেক টাকা খরচ হয়। এগুলো কমিয়ে আনতে হবে। এর ফলে ব্যবসার খরচ কমে আসবে।’
তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তন হতে পারে। এগুলোর ঊর্ধ্বে ব্যবসাকে ব্যবসার মতো রাখতে হবে। ব্যবসাকে সবকিছুর ঊর্ধ্বে রাখা দরকার। এতে রাজনৈতিক পরিবর্তন হোক আর প্রাকৃতিক গোলযোগ হোক এগুলোর সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় যেন সমস্যা না হয়। এতে করে মানুষ ব্যবসার প্রতি আগ্রহী থাকবে।