চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। ফলে অদূর ভবিষ্যতে নীতি সুদহার অপরিবর্তিত রাখার সম্ভাবনা রয়েছে। এতে ব্যাংক ঋণের সুদহারও আপাতত কমছে না। মুদ্রানীতিতে কোনো সুখবর পাচ্ছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ আরও ছয় মাসের জন্য কঠোর মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, মূল্যস্ফীতির হার ১০ শতাংশের নিচে নামিয়ে আনার পর নীতি সুদহার কমানোর বিষয়টি বিবেচনা করবেন তারা। বর্তমানে মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৮৯ শতাংশ। কর্মকর্তারা আরও বলেন, বাংলাদেশ ব্যাংক আসন্ন মুদ্রানীতি প্রস্তুত করতে মূল মূল্যস্ফীতি মোকাবিলার ওপরও জোর দিচ্ছে। বর্তমানে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) থেকে খাদ্য ও জ্বালানি উপাদান বাদ দিয়ে মূল মূল্যস্ফীতি পরিমাপ করা হচ্ছে। গত কয়েক বছরে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহতকারী উচ্চ মূল্যস্ফীতির চাপের পরিপ্রেক্ষিতে সর্বশেষ এ পদক্ষেপ নিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রানীতিতে যুক্ত করার জন্য গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অংশীজনদের মতামত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অংশীজনদের মতামত নেওয়ার পর সরকারের নীতির সঙ্গে মিল রেখে নিজেরাই মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে চেয়ারম্যান করে মুদ্রানীতি প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ছাড়াও অর্থনীতিবিদ, শিক্ষক ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি রয়েছেন। অংশীজনদের মতামত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে। মুদ্রানীতি খসড়া অনুমোদন এবং ঘোষণার সময় নির্ধারণ করা হবে আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায়। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরি অর্থনীতির ওপর মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাজস্ব, মুদ্রা, বিপণন এবং বিনিময় হার নীতিগুলোর তুলনা করে একটি সমন্বিত পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন। বাজারে পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য সরবরাহ শৃঙ্খলকে প্রতিযোগিতামূলক করার পরামর্শও দিয়েছেন। সার্বিক বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আসন্ন মুদ্রানীতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হারের স্থিতিশীলতা অর্জন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করাকে মুদ্রানীতির বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। তিনি আরও বলেন, বর্তমানে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি খুবই সতর্ক এবং বাস্তবমুখী হবে বলে আশা করা হচ্ছে।
শিরোনাম
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
- মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেটে যাচ্ছেন কাল
- চিঠিতে সই ট্রাম্পের, ১২ দেশের ওপর আসছে নতুন শুল্ক
মুদ্রানীতিতে অগ্রাধিকার পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ
অংশীজনদের নিয়ে পরামর্শক সভা অনুষ্ঠিত
শাহেদ আলী ইরশাদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর