চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। ফলে অদূর ভবিষ্যতে নীতি সুদহার অপরিবর্তিত রাখার সম্ভাবনা রয়েছে। এতে ব্যাংক ঋণের সুদহারও আপাতত কমছে না। মুদ্রানীতিতে কোনো সুখবর পাচ্ছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ আরও ছয় মাসের জন্য কঠোর মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, মূল্যস্ফীতির হার ১০ শতাংশের নিচে নামিয়ে আনার পর নীতি সুদহার কমানোর বিষয়টি বিবেচনা করবেন তারা। বর্তমানে মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৮৯ শতাংশ। কর্মকর্তারা আরও বলেন, বাংলাদেশ ব্যাংক আসন্ন মুদ্রানীতি প্রস্তুত করতে মূল মূল্যস্ফীতি মোকাবিলার ওপরও জোর দিচ্ছে। বর্তমানে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) থেকে খাদ্য ও জ্বালানি উপাদান বাদ দিয়ে মূল মূল্যস্ফীতি পরিমাপ করা হচ্ছে। গত কয়েক বছরে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহতকারী উচ্চ মূল্যস্ফীতির চাপের পরিপ্রেক্ষিতে সর্বশেষ এ পদক্ষেপ নিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রানীতিতে যুক্ত করার জন্য গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অংশীজনদের মতামত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অংশীজনদের মতামত নেওয়ার পর সরকারের নীতির সঙ্গে মিল রেখে নিজেরাই মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে চেয়ারম্যান করে মুদ্রানীতি প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ছাড়াও অর্থনীতিবিদ, শিক্ষক ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি রয়েছেন। অংশীজনদের মতামত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে। মুদ্রানীতি খসড়া অনুমোদন এবং ঘোষণার সময় নির্ধারণ করা হবে আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায়। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরি অর্থনীতির ওপর মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাজস্ব, মুদ্রা, বিপণন এবং বিনিময় হার নীতিগুলোর তুলনা করে একটি সমন্বিত পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন। বাজারে পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য সরবরাহ শৃঙ্খলকে প্রতিযোগিতামূলক করার পরামর্শও দিয়েছেন। সার্বিক বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আসন্ন মুদ্রানীতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হারের স্থিতিশীলতা অর্জন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করাকে মুদ্রানীতির বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। তিনি আরও বলেন, বর্তমানে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি খুবই সতর্ক এবং বাস্তবমুখী হবে বলে আশা করা হচ্ছে।
শিরোনাম
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
মুদ্রানীতিতে অগ্রাধিকার পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ
অংশীজনদের নিয়ে পরামর্শক সভা অনুষ্ঠিত
শাহেদ আলী ইরশাদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর