চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। ফলে অদূর ভবিষ্যতে নীতি সুদহার অপরিবর্তিত রাখার সম্ভাবনা রয়েছে। এতে ব্যাংক ঋণের সুদহারও আপাতত কমছে না। মুদ্রানীতিতে কোনো সুখবর পাচ্ছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ আরও ছয় মাসের জন্য কঠোর মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, মূল্যস্ফীতির হার ১০ শতাংশের নিচে নামিয়ে আনার পর নীতি সুদহার কমানোর বিষয়টি বিবেচনা করবেন তারা। বর্তমানে মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৮৯ শতাংশ। কর্মকর্তারা আরও বলেন, বাংলাদেশ ব্যাংক আসন্ন মুদ্রানীতি প্রস্তুত করতে মূল মূল্যস্ফীতি মোকাবিলার ওপরও জোর দিচ্ছে। বর্তমানে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) থেকে খাদ্য ও জ্বালানি উপাদান বাদ দিয়ে মূল মূল্যস্ফীতি পরিমাপ করা হচ্ছে। গত কয়েক বছরে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহতকারী উচ্চ মূল্যস্ফীতির চাপের পরিপ্রেক্ষিতে সর্বশেষ এ পদক্ষেপ নিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রানীতিতে যুক্ত করার জন্য গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অংশীজনদের মতামত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অংশীজনদের মতামত নেওয়ার পর সরকারের নীতির সঙ্গে মিল রেখে নিজেরাই মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে চেয়ারম্যান করে মুদ্রানীতি প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ছাড়াও অর্থনীতিবিদ, শিক্ষক ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি রয়েছেন। অংশীজনদের মতামত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে। মুদ্রানীতি খসড়া অনুমোদন এবং ঘোষণার সময় নির্ধারণ করা হবে আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায়। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরি অর্থনীতির ওপর মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাজস্ব, মুদ্রা, বিপণন এবং বিনিময় হার নীতিগুলোর তুলনা করে একটি সমন্বিত পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন। বাজারে পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য সরবরাহ শৃঙ্খলকে প্রতিযোগিতামূলক করার পরামর্শও দিয়েছেন। সার্বিক বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আসন্ন মুদ্রানীতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হারের স্থিতিশীলতা অর্জন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করাকে মুদ্রানীতির বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। তিনি আরও বলেন, বর্তমানে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি খুবই সতর্ক এবং বাস্তবমুখী হবে বলে আশা করা হচ্ছে।
শিরোনাম
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
- একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
- ফ্রান্সে পেশাজীবী সংগঠনগুলোর ধর্মঘট, চাপে ম্যাক্রো
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
- নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা
- কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠিত
- মাদারীপুরের ডাসারে পুকুরে ডুবে দুই ভাই নিহত
- মাদারীপুরে দাফনের দেড় মাস পর ঠিকাদারের মরদেহ উত্তোলন
- রূপগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী আইন শিক্ষার্থীদের বুট ক্যাম্প
- ফ্লোরিডায় তিন খুনের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
- চট্টগ্রামে তিন শতাধিক মানুষ পেল চিকিৎসা ও ওষুধ
- ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
- দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
- পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু
মুদ্রানীতিতে অগ্রাধিকার পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ
অংশীজনদের নিয়ে পরামর্শক সভা অনুষ্ঠিত
শাহেদ আলী ইরশাদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় জলবায়ু অর্থায়ন ন্যায্যভাবে বণ্টন করতে হবে: পরিবেশ উপদেষ্টা
৭ মিনিট আগে | জাতীয়

বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
৯ মিনিট আগে | দেশগ্রাম

ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
৪৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম