চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। ফলে অদূর ভবিষ্যতে নীতি সুদহার অপরিবর্তিত রাখার সম্ভাবনা রয়েছে। এতে ব্যাংক ঋণের সুদহারও আপাতত কমছে না। মুদ্রানীতিতে কোনো সুখবর পাচ্ছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ আরও ছয় মাসের জন্য কঠোর মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, মূল্যস্ফীতির হার ১০ শতাংশের নিচে নামিয়ে আনার পর নীতি সুদহার কমানোর বিষয়টি বিবেচনা করবেন তারা। বর্তমানে মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৮৯ শতাংশ। কর্মকর্তারা আরও বলেন, বাংলাদেশ ব্যাংক আসন্ন মুদ্রানীতি প্রস্তুত করতে মূল মূল্যস্ফীতি মোকাবিলার ওপরও জোর দিচ্ছে। বর্তমানে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) থেকে খাদ্য ও জ্বালানি উপাদান বাদ দিয়ে মূল মূল্যস্ফীতি পরিমাপ করা হচ্ছে। গত কয়েক বছরে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহতকারী উচ্চ মূল্যস্ফীতির চাপের পরিপ্রেক্ষিতে সর্বশেষ এ পদক্ষেপ নিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রানীতিতে যুক্ত করার জন্য গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অংশীজনদের মতামত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অংশীজনদের মতামত নেওয়ার পর সরকারের নীতির সঙ্গে মিল রেখে নিজেরাই মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে চেয়ারম্যান করে মুদ্রানীতি প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ছাড়াও অর্থনীতিবিদ, শিক্ষক ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি রয়েছেন। অংশীজনদের মতামত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে। মুদ্রানীতি খসড়া অনুমোদন এবং ঘোষণার সময় নির্ধারণ করা হবে আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায়। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরি অর্থনীতির ওপর মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাজস্ব, মুদ্রা, বিপণন এবং বিনিময় হার নীতিগুলোর তুলনা করে একটি সমন্বিত পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন। বাজারে পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য সরবরাহ শৃঙ্খলকে প্রতিযোগিতামূলক করার পরামর্শও দিয়েছেন। সার্বিক বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আসন্ন মুদ্রানীতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হারের স্থিতিশীলতা অর্জন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করাকে মুদ্রানীতির বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। তিনি আরও বলেন, বর্তমানে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি খুবই সতর্ক এবং বাস্তবমুখী হবে বলে আশা করা হচ্ছে।
শিরোনাম
- অনশনরত তারেককে বিএনপির পক্ষ থেকে সংহতি জানালেন রিজভী
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
- হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ