রাষ্ট্রের কাঠামো সংস্কারে গঠিত ১১টি কমিশনের মধ্যে ১০টি কমিশন বিলম্বে হলেও তাদের সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। তবে পাঁচ মাস পার হলেও প্রতিবেদন দিতে পারেনি স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। ফলে দুর্নীতি ও অনিয়মে নিমজ্জিত স্বাস্থ্য খাত মেরামতে এখনো হাত দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। এদিকে সরকার চাইছে আগামী জাতীয় নির্বাচনের আগে সংস্কারের বড় অংশ নিজেরাই করে নিতে। পূর্বে প্রতিবেদন জমা দেওয়া কমিশনগুলোর সুপারিশেও অধিকাংশ সংস্কার অন্তর্বর্তী সরকারের সময়ে ও বাকি কাজ পরবর্তী নির্বাচিত সরকারের আমলে করার জন্য বলা হয়েছে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যেই হবে নির্বাচন। তবে কমিশনগুলোর বিলম্বে প্রতিবেদন জমা ও প্রতিবেদনের সুপারিশের ওপর ঐকমত্য গঠনে ধীরগতিতে সংস্কার ও নির্বাচন নিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গত ৩ অক্টোবর পাঁচটি, ৬ অক্টোবর একটি ও ১৮ নভেম্বর পাঁচটি সংস্কার কমিশন গঠন করে অন্তবর্তী সরকার। প্রতিবেদন দিতে সময় দেওয়া হয় তিন মাস। সবগুলো কমিশন নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে ব্যর্থ হয়। অক্টোবরে গঠিত কমিশনগুলোর (সংবিধান, জনপ্রশাসন, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন) মধ্যে চারটি গত ১৫ জানুয়ারি ও দুটি ৫ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেয়। নভেম্বরে গঠিত কমিশনগুলোর মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন ২২ মার্চ, নারীবিষয়ক সংস্কার কমিশন ১৯ এপ্রিল, স্থানীয় সরকার সংস্কার কমিশন ২০ এপ্রিল ও শ্রম সংস্কার কমিশন ২১ এপ্রিল প্রতিবেদন জমা দেয়। তবে পাঁচ মাস পার হলেও প্রতিবেদন দিতে পারেনি দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ১২ সদস্যের স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। শুরুতে ফেব্রুয়ারি মাসের মধ্যে কমিশনের সুপারিশ জমা দেওয়ার কথা থাকলেও পরে সময় বাড়িয়ে ৩১ মার্চ করা হয়। তাতেও কাজের অগ্রগতি না হওয়ায় নতুন করে ৩০ এপ্রিল পর্যন্ত সময় বাড়ানো হয়। তবে চলতি মাসেও প্রতিবেদন জমার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন কমিশনের কয়েকজন সদস্য। কমিশন সূত্র জানায়, সুপারিশের অনেক জায়গায় একমত হতে পারছেন না খোদ কমিশন সদস্যরা। একাধিক বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ হচ্ছে। তুলনামূলক জুনিয়র সদস্য মতামত দিলেও গুরুত্ব পাচ্ছেন না। সদস্যরা সবাই চিকিৎসক হওয়ায় তাদের মধ্যে রয়েছে রাজনৈতিক ও পেশাগত দ্বন্দ্ব। কেউ কাউকে মানতে নারাজ। বেশ কিছু বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই উত্তেজনাকর পরিস্থিতিতে শেষ হয়েছে। আবার কমিশনের সদস্যরা প্রতিবেদনের বিভিন্ন অংশ লিখেছেন ইংরেজিতে। ফলে অনুবাদ ও সম্পাদনায়ও সময় লাগছে। প্রাইভেট প্র্যাকটিসের কারণে অনেক সদস্য এর পিছনে পর্যাপ্ত সময় দিতে পারেননি। এসব কারণেই প্রতিবেদনে বিলম্ব হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা (দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চল) ও কমিশনের সদস্য অধ্যাপক ডা. মোজাহেরুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে তারা প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেবেন। এজন্য প্রধান উপদেষ্টার কাছে সময় চাওয়া হয়েছে। তিনি (প্রধান উপদেষ্টা) সময় দিলেই প্রতিবেদন জমা দেওয়া হবে।
শিরোনাম
- বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
- নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক : বলেছেন প্রধান উপদেষ্টা
- ট্রান্সফার ফির রেকর্ড গড়ে নিউক্যাসলে ভল্টামাডা
- টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ একজন আটক
- জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চায় এনসিপি
- বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের শঙ্কা
- ফাহমিদার কণ্ঠে বৃষ্টির গান ‘মেঘলা আকাশ’
- দাম্পত্য জীবনের টানাপোড়েনের গল্প ‘সহযাত্রী’
- ঝলমলে ক্যারিয়ারে নতুন কীর্তি পোলার্ডের
- ভূমিসেবায় জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য : ভূমি সচিব
- ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের জয়
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় কমিটি গঠন
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮
- চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু
- সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
- সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২৯০ জন
- পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে শুভসংঘের সচেতনতা সভা স্বরূপকাঠিতে
- ‘জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’
- পূর্বাচলে হচ্ছে চার নতুন থানা
- রামদা দিয়ে কুপিয়ে ছাদ থেকে দুই শিক্ষার্থীকে ফেলে দিল 'স্থানীয়রা', উত্তপ্ত চবি
কচ্ছপের পিঠে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন
দুর্নীতি ও অনিয়মে নিমজ্জিত স্বাস্থ্য খাত মেরামতে এখনো হাত দিতে পারেনি সরকার
শামীম আহমেদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর