ফুটবলে বসুন্ধরা কিংসই দেশের একমাত্র দল প্রতি মৌসুমেই ট্রফি জিতে ঘরে নিয়ে যাচ্ছে। ২০১৮-১৯ অভিষেকের পর স্বাধীনতা কাপ দিয়েই যার শুরু। চলতি মৌসুমেও দুই শিরোপা জেতার কৃতিত্ব অর্জন করেছে। প্রথমটি নতুন আসর চ্যালেঞ্জ কাপ ফাইনালে ঢাকা মোহামেডানকে হারিয়ে। এবার সাফল্যের পতাকা উড়ল বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে। প্রথম নয়, এ নিয়ে আসরে তৃতীয় সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হলো। গত মৌসুমেও বিজয়ের পতাকা উড়িয়েছিল ফুটবল কিং বসুন্ধরা কিংস। এবারও তা ধরে রাখল।
ফাইনালটি ছিল বিশ্ব ফুটবলের বিরল ঘটনা। সাত দিনের মাথায় শিরোপা নিষ্পত্তি হলো। গত ২২ এপ্রিল ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় বসুন্ধরা কিংস ও আবাহনী। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ১-১ ড্র ছিল। আর্জেন্টিনার হুয়ান লেসকানোর গোলে প্রথমে এগিয়ে যায় কিংস। প্রথমার্ধেই তা শোধ করে দেন আবাহনীর ইব্রাহিম। নির্ধারিত সময়ে শিরোপা নিষ্পত্তি না হওযায় খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। প্রথম ১৫ মিনিট খেলা হলেও পরের ১৫ মিনিট হতে পারেনি আলোর স্বল্পতায়। রেফারি সায়মন হোসেন ম্যাচ স্থগিত রাখেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হলেও পরে দুই দলই মেনে নেয়। গতকাল ফাইনালের বাকি ১৫ মিনিট অনুষ্ঠিত হয়। মজার ব্যাপার ময়মনসিংহে এক ফাইনাল দুই নামকরণে অনুষ্ঠিত হয়। ২২ এপ্রিল স্টেডিয়ামের নাম ছিল রফিক উদ্দিন ভূঁইয়া। এর মধ্যে আবার নাম বদল করে রাখা হয় ময়মনসিংহ জেলা স্টেডিয়াম। কি অদ্ভুত তাই না! সত্যিই সব সম্ভবের দেশ বাংলাদেশ। যাক ১৫ মিনিটের ম্যাচে কেউ ঝুঁকি নিতে চাইনি। গোল খেলে তো শোধ করা মুশকিল। ১২০ মিনিটে ম্যাচ ড্র থাকায় টাইব্রেকারে গড়ায়। এখানে শ্রাবণের বীরত্বে ৫-৩ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় কিংস।