দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা। এর আগে পূর্বঘোষিত শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিভিন্ন ভবনের ফটক ও ক্লাসরুমে তালা ঝুলিয়ে দেন। সারা দেশের কোনো পলিটেকনিকে কোনো একাডেমিক কার্যক্রম অনুষ্ঠিত হয়নি। সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থী শাহজাদ আহমেদ বলেন, দাবি আদায়ে দীর্ঘ আট মাস ধরে আমরা আন্দোলন করে আসছি। কিন্তু সরকার দাবিগুলো বাস্তবায়নে পরিপূর্ণভাবে সমাধানের কোনো পথে হাঁটতে পারছে না। আমরা কোনো সহিংসতায় যাব না। জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো কর্মসূচিও আমরা করব না। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত সব পলিটেকনিক ইনস্টিটিউটের সব কার্যক্রম বন্ধ থাকবে। সরকারের কাছে আমাদের দাবি হলোথ- অবিলম্বে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হোক। কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন চলবে। একাডেমিক ও প্রশাসনিকসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।
আমাদের দাবি বাস্তবায়নে কারিগরি মাদরাসা বিভাগ রূপরেখা বাস্তবায়নে একটি কমিটি করে দিলেও এখন পর্যন্ত কমিটির একটি মাত্র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা কোনো সফলতা দেখছি না। তাই সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছি।