রাজধানীর গেন্ডারিয়ায় পূর্বশত্রুতার জেরে আরিফুল ইসলাম বাবু (৩৫) নামের এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে দয়াগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুর বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার বালুরচর গ্রামে। ঢাকার মিরহাজীরবাগ মোল্লাপাড়ায় বস্তিতে পরিবার নিয়ে থাকতেন।
নিহতের স্ত্রী আয়েশা বেগম জানান, পূর্বশত্রুতার জেরে স্থানীয় রবিন শাহীন, মাসুদ, কাদেরসহ ৫-৬ জন আরিফুলকে ধারালো অস্ত্র দিয়ে মাথায়, দুই হাতে-পায়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক, পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গেন্ডারিয়া থানার ওসি আবু শাহেদ খান জানান, নিহত বাবু এবং যাদের অভিযুক্ত করা হচ্ছে তারা একই জেলার বাসিন্দা। এ ছাড়া ঢাকায় তারা একই বস্তিতে থাকেন। বাবুর ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে। অটোরিকশা ব্যবসাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হতে পারে। একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।