সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক উপদেষ্টাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি বলেন, ফুড পয়জনিংয়ের কারণে উপদেষ্টা মহোদয়ের ডিহাইড্রেশন হয়েছিল। কিন্তু হঠাৎ শারীরিক অবনতির কারণে তিনি ঢাকায় ফিরে গেছেন। সংস্কৃতি উপদেষ্টা গত ১৫ আগস্ট পাঁচ দিনের সফরে কক্সবাজার যান। ১৯ আগস্ট কক্সবাজার ত্যাগ করার কথা ছিল। কিন্তু গতকাল রাত ৮টার দিকে হোটেল ওশান প্যারাডাইসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।