ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনার এক মাস পর চিকিৎসাধীন তাসনিয়া নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এ নিয়ে বিমান দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হলো। তাসনিয়া ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, ‘তাসনিয়ার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।’ গত ২১ জুলাই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশির ভাগই শিশু। আহতদের মধ্যে ৫৬ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। ছাড়পত্র পেয়েছে ১৪ জন। ২২ জন এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।