সপ্তাহের শেষ দিনে বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংকের পাশাপাশি অন্য খাতের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। এতে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।
সপ্তাহের পাঁচ দিনের লেনদেনে ডিএসইতে সূচক দুই দিনে কমেছে ৯৭ পয়েন্ট আর তিন দিনে বেড়েছে ১২৭ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বেড়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। ফলে এ বাজারটিতেও মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ২৪৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮০টির। এ ছাড়া ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৫ পয়েন্ট বেড়ে ৫১৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ৬০ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৫৫ কোটি ৪ লাখ টাকার। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১১৩ কোটি ৫৬ লাখ টাকার।
লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশনের শেয়ার। ৪৮৮ টাকা ৩০ পয়সা থেকে কমে ৪৮৮ টাকা ২০ পয়সায় কোম্পানিটির ২৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৯৭ লাখ টাকার।
২১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রবি। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১২৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯৪ প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৮টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৫ কোটি ৮৩ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয় ১২ কোটি ২৮ লাখ টাকান।