বরিশাল মহানগরের রূপাতলী বটতলা এলাকায় স্থানীয়দের হাতে আটক হয়েছে একটি মেছো বাঘ। গতকাল সকালে স্থানীয়রা বেঁধে রেখে খবর দেন বন বিভাগে। ওয়াইল্ড লাইফ অ্যানিমেল রেসকিউ টিম এসে বাঘটি তাদের হেফাজতে নিয়ে নেয়। টিমের প্রতিষ্ঠাতা জজ তালুকদার জানান, বনজঙ্গল ও ধান খেত না থাকায় খাবারসংকটে পড়ে বাঘটি। খাবারের সন্ধানে বটতলার একটি পুকুরপারে এসে আটকা পড়ে। তখন স্থানীয়রা শিকল ও রশি দিয়ে বেঁধে রাখেন। এতে বাঘটি হিংস্র হয়ে ওঠে। মুক্ত হওয়ার জন্য ছোটাছুটি করতে গিয়ে শিকল ও নাইলনের রশিতে পা কেটে গেছে। ভেটেরিনারি সার্জনের মাধ্যমে চিকিৎসা দিয়ে বন বিভাগে রাখা হয়েছে। সুস্থ হলে অবমুক্ত করা হবে।