১৭ জানুয়ারি, ২০২১ ১৯:৩৬

ভার্চুয়ালি নয়, আগের মতোই হবে বইমেলা : সংস্কৃতি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

ভার্চুয়ালি নয়, আগের মতোই হবে বইমেলা : সংস্কৃতি প্রতিমন্ত্রী

ফাইল ছবি

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘করোনার কারণে পহেলা ফেব্রুয়ারিতে মেলা শুরু করতে পারছি না। আজ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, বইমেলা সরাসরিই হবে। ভার্চুয়াল হবে না। আমরা এখনও দিন-তারিখ নির্ধারণ করতে পারিনি।’

আজ রবিবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বইমেলা বিষয়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

কে এম খালিদ আরও বলেন, ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২১ আয়োজনের জন্য তিনটি তারিখ প্রস্তাব করছে সংস্কৃতি মন্ত্রণালয়। এগুলো হলো ২০ ফেব্রুয়ারি, ১৭ মার্চ ও ২৭ মার্চ। এর মধ্যে একটি দিন চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।'

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর