১২ মে, ২০২১ ২১:০৫

স্বচ্ছতার সাথে সরকারের অনুদান আমরা পৌঁছে দিয়েছি : পলক

নাটোর প্রতিনিধি:

স্বচ্ছতার সাথে সরকারের অনুদান আমরা পৌঁছে দিয়েছি : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সরকারের দান অনুদান আমরা পৌছে দিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, বিশ্ব ইজতেমার জমি দান করেছেন। মাদ্রাসা শিক্ষাবোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে ২০ লক্ষ শিক্ষার্থী কওমীতে পড়ালেখার সুযোগ পাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা কওমী মাদ্রাসাকে স্বীকৃত দিয়ে মহৎ কাজ করেছেন। 

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ধর্মীয় শিক্ষা ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদানের ডিও ৩৬টি প্রতিষ্ঠানে ১৬ লাখ ৬৫ হাজার টাকা ও পৌর এলাকার ৭০টি মসজিদের ইমাম মোয়াজ্জিনদের মাঝে ঈদ শুভেচ্ছা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রকিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রতিমন্ত্রীর এপিএস রনজিৎ কুমার প্রমুখ। পরে প্রতিমন্ত্রী পলক উপজেলার ৩১ টি শ্রমিক সংগঠনের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন।  

উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও কাউন্সিলর জাহাঙ্গির আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস। এসময় শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর