আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিদেশ থেকে চিকিৎসক এনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার কথা বলা হলেও বিএনপি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ওনারা সেই লাইনে হাঁটবেন না।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনায় এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘ওনারা বলছেন ওনাদের নেত্রীকে এখনই বিদেশে পাঠাতে হবে। চিকিৎসা করাতে হবে বিদেশে। আমাদের চিকিৎসা ব্যবস্থা খুব খারাপ। খালেদা জিয়া তিন তিন বার হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আমি তাদের বলেছি, বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করাতে পারেন।’
সংসদে বিএনপির সংসদ সদস্যদের স্বাস্থ্যখাত নিয়ে সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, ওনারা স্বাস্থ্যের অব্যবস্থার কথা বলেছেন। ওনারা ২৬ বছর শাসন করেছেন, আমি শাসন করেছেন বলব, সেবা করেন নাই। কী করেছিলেন স্বাস্থ্য ব্যবস্থার, মানুষ বিদেশে চিকিৎসার জন্য যাবেন না? ওনারা শুধু দেখেন পশ্চিম দিক, কাবা শরিফের আগে আর আমাদের পরে সেই পশ্চিম দিক।
তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থা কোকো জাহাজ না, রাতারাতি হয়ে যাবে। এর জন্য ভৌত অবকাঠামো দাঁড় করানোর প্রয়োজন হয়, অনেক কিছুর প্রয়োজন হয়। সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। আগামী ১২ বছরে তার সুফল দেখবেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ