২ ডিসেম্বর, ২০২১ ১০:৪৫

করোনা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বন্ধ হবে শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বন্ধ হবে শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হতে পারে।

এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বছরে ক্লাস বাড়ানোর পরিকল্পনা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর