পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম বলেছেন, আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে হটানোর ক্ষমতা বিএনপির নেই। বিএনপি একটি গণধিকৃত দল। ক্ষমতায় থাকাকালীন ওরা জনগণের হাজার হাজার কোটি টাকা লুটেপুটে খেয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নড়িয়া শহীদ মিনার চত্ত্বরে গৃহহীন পরিবারের মাঝে ঢেউটিন ও চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিরোধী দলে থেকে ওরা বোমাবাজি করেছে। পেট্রোল বোমা মেরে মানুষ মেরেছে। যারা নিজেদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত করার ক্ষমতা রাখে না। তারা আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।
এ সময় নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদ-উজ্জামানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র অ্যাড. আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনি শংকর কর প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন