১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১৮:৪৩

‘ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে’

পাবনা প্রতিনিধি:

‘ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে’

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতিকে জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন। তিনি নিজে দুইবার ফাঁসির মুখোমুখি হয়েও নিজেদের অধিকার আদায়ে পরাজিত শাসক গোষ্ঠীর কাছে নত স্বীকার করেননি। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।

রবিবার পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের স্বাধীনতা সোপান চত্বরে অমর একুশে বইমেলা-২০২৪ এর প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আলপনা ইয়াসমিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাহ আযম, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খানসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর