পাটশিল্প শ্রমিকদের উদ্যোগে ঢাকায় আয়োজিত এক বর্ধিত সভা বৃহস্পতিবার সকালে নয়াপল্টন শ্রমিকদলের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত হয়।
সভায় চট্টগ্রাম, খুলনা, যশোরের নোয়াপাড়া, নরসিংদী, নারায়ণগঞ্জ, ডেমরা অঞ্চলের পাটশিল্পের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিকদলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
সভা থেকে ঐতিহ্যবাহী পাটশিল্প শ্রমিকদের ঐক্যবদ্ধ করা এবং শ্রমিকদের দাবী প্রতিষ্ঠার লড়াইয়ে লক্ষাধিক পাটশিল্পের শ্রমিকদের বিএনপির নেতৃত্বে চলমান গণতন্ত্রের লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন