চলমান জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে দলের গুরুত্বপূর্ণ অবস্থান তুলে ধরতে আজ বৃহস্পতিবার (২২ মে) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে বিএনপির স্থায়ী কমিটি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
দলীয় সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত স্থায়ী কমিটির একাধিক বৈঠকের সিদ্ধান্ত, দেশের রাজনৈতিক পরিস্থিতি, এবং আন্তর্জাতিক নানা বিষয়ে দলের অবস্থান তুলে ধরবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।
বিডি প্রতিদিন/আশিক