পরীক্ষা করানো হয়েছিল পুরুষের। কিন্তু রিপোর্ট আসার পর দেখা গেল জরায়ু, ডিম্বাশয়ের উল্লেখ রয়েছে সেখানে। আর সেই রিপোর্ট দেখে স্বভাবতই তাজ্জব বনে গেলেন হাসপাতালের চিকিৎসক। ঘটনাটি নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য কর্মকর্তার (সিএমওএইচ) কাছে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। খবর আনন্দবাজার পত্রিকার।
ভারতের দুর্গাপুর মহকুমা হাসপাতালে মঙ্গলবার সকালে তলপেটের পরীক্ষার ওই রিপোর্ট দেখে ডাক্তার ফের পরীক্ষা করতে বলেন। কিন্তু তার খানিকক্ষণ পরেই মৃত্যু হয় অরুণ খা (৫৫) নামে ওই রোগীর। হাসপাতালের তরফে অবশ্য মৃত্যুর কারণ হিসেবে মস্তিষ্ক কাজ না করার কথা (এনসেফ্যালোপ্যাথি) জানানো হয়েছে। তবে ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টটি নিয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন বর্ধমানের জেলাশাসক।
রোগীর মৃত্যুর পরেই স্বজনরা বিক্ষোভ শুরু করেন। এরপর তারা অভিযোগ দেন। তারই প্রেক্ষিতে জেলাশাসক জানান, তদন্তের রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ২২ জুন, ২০১৬/ আফরোজ