মেয়েদের শপিংয়ের নেশাটা একটু বেশিই। কিন্তু টাকা না থাকলে! অনেকে হয়ত শপিং মলে ঘুরে, জিনিসপত্র নেড়েচেড়ে দেখে শখ পূরণের চেষ্টা করে। তবে একটা শ্রেণি আছে যারা সুযোগ পেলেই হাতসাফাই করে দেয়। সেটা শপিং মল হোক বা কারও বাড়িতে বেড়াতে যাওয়া হোক, হাতের কাছে দামি কিছু পেলে টপ করে ব্যাগে ঢুকিয়ে ফেলা মানুষের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু শপিং মলে যে আজকাল ঢোকার সময় ব্যাগ রেখে যাওয়ার কৌশল চালু করা হয়েছে। তাহলে উপায়? উপায় তারাই বের করে নিয়েছে যাদের হাতসাফাইয়ের অভ্যাস। পদ্ধতিটা বেশ চমকপ্রদ বটে। এবার তারা চুরি করছে অন্তর্বাসের মধ্যে লুকিয়ে!
এমনই দুই চোর ধরা পড়লেন শপিং মলের সিসিটিভি ক্যামেরায়। ভিডিওতে দেখা যায় দুই নারী শপিং মলের মধ্যে টপাটপ ছোটখাটো জিনিস অন্তর্বাসের মধ্যে চালান করে দিচ্ছে। এ সময় তারা সতর্কভাবে এদিক-ওদিক দেখে নিচ্ছে কেউ আসছে কিনা। দুই নারী হয়ত ভেবেছিলেন ব্যাগ রেখে দিয়েছে, অন্তর্বাস কি আর তল্লাশি করে দেখবে? কিন্তু উপরে যে সিসিটিভি ক্যামেরায় কেউ তাদের এসব র্কীর্তি দেখছেন তা তাদের মাথায়ই ছিল না। অবশেষে পড়লেন ধরা। মোটা টাকা জরিমানা ও জেলের ঘানি টেনেই পরে তাদের নিস্কৃতি মেলে। সূত্র: জিনিউজ।
ভিডিও:
বিডি-প্রতিদিন/এস আহমেদ