৬ আগস্ট, ২০১৬ ১০:২৩

অ্যাসিড আক্রান্ত রেশমা হাঁটবেন নিউইয়র্কের ব়্যাম্পে

অনলাইন ডেস্ক

অ্যাসিড আক্রান্ত রেশমা হাঁটবেন নিউইয়র্কের ব়্যাম্পে

রেশমা কুরেশি। বয়স ১৯। অ্যাসিড আক্রমণে তার মুখের সৌন্দর্য হয়তো তথাকথিতভাবে নষ্ট হয়ে গেছে। হয়তো শেষ হয়ে গেছে তার চেহারার গ্ল্যামারও। কিন্তু সৌন্দর্য কি এতই সস্তা? যা কারও অপকর্মের কাছে এক নিমেষে শেষ হয়ে যায়? অ্যাসিড মুখ পোড়াতে পারলেও স্বপ্ন পুড়িয়ে ফেলার ক্ষমতা বোধহয় তার নেই। আর তাই রেশমা শত ঝড়ঝাপটা অতিক্রম করেও নিজের স্বপ্নপূরণের পথে এগিয়ে গেলেন আরও একধাপ। রেশমা চলতি বছরে নিউইয়র্ক ফ্যাশন উইকে ব়্যাম্পে হাঁটতে চলেছেন।

এফটিএল- মোডা নামক একটি সংস্থা তাকে ফ্যাশন উইকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে। খবরটি জানতে পেরে রেশমা প্রথমে বিশ্বাস করতেই পারেননি। তারপর চোখের জলে বুঝিয়ে দিয়েছেন তার সীমাহীন আনন্দ। জানিয়ে দিয়েছেন, বহু লোকের সামনে সোজা তাকিয়ে ব়্যাম্পে হেঁটে যেতে তার বিন্দুমাত্র অসুবিধা হবে না। তার সৌন্দর্য অ্যাসিডের আঘাতে নষ্ট করা সম্ভব নয়।

আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে এই ফ্যাশন শো। আর তাতেই অংশগ্রহণ করবেন রেশমা। তার এই এগিয়ে চলাই হবে আগামী দিনের বহু হারতে বসা মানুষের বেঁচে থাকার আর স্বপ্ন দেখার অনুপ্রেরণা।

বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর