শিরোনাম
১ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৪৮

নিজের চোখ দিয়ে দু’জনের দৃষ্টি ফেরাল ৫ বছরের মেয়ে!

অনলাইন ডেস্ক

নিজের চোখ দিয়ে দু’জনের দৃষ্টি ফেরাল ৫ বছরের মেয়ে!

প্রতীকী ছবি

ভারতের উত্তরপ্রদেশের মথুরায় মরণোত্তর চক্ষুদান করে নজির গড়ল পাঁচ বছরের মেয়ে। তার দান করা কর্নিয়ায় দৃষ্টি ফিরে পেয়েছেন দু’জন। 

গত সপ্তাহে স্কুলে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল পাঁচ বছরের ঐশ্বর্যা। দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। কিন্তু অবস্থার অবনতি হতে থাকে তার। মেয়েকে যে আর বাঁচানো যাবে না তা বুঝতে পারছিলেন তার বাবা-মা। সে কথা বোধহয় বুঝতে পেরেছিল ঐশ্বর্যা নিজেও। হাসপাতালের বিছানায় শুয়েই তাই চক্ষুদানের ইচ্ছার কথা জানিয়েছিল বাবা-মাকে। মেয়ের মৃত্যুর পর তার সে ইচ্ছা পূরণ করা হয়। দিল্লির এইমসে তার কর্নিয়া তুলে এনে প্রতিস্থাপন করা হয় অন্য দুই দৃষ্টিহীনের চোখে। টানা ৬ ঘণ্টা ধরে হয় সেই অস্ত্রোপচার। ছোট্ট ঐশ্বর্যার শেষ ইচ্ছায় দৃষ্টি ফিরে পায় তারা।

মেয়েকে যে আর কোনদিন ফিরে পাবেন না তা ভালো করেই জানেন ঐশ্বর্যার বাবা-মা। মেয়ে হারানোর দুঃখ তো রয়েছেই। কিন্তু তা সত্ত্বেও একরত্তি মেয়ের কীর্তিতে গর্বিত ঐশ্বর্যার বাবা-মা। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

 

বিডি-প্রতিদিন/ ০১ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর