২ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:৫২

গোসলের সময় পান না ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা

অনলাইন ডেস্ক

গোসলের সময় পান না ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা

প্রতিদিন গোসল করেন না অধিকাংশ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারাই। মুম্বাইয়ের আইআইটির ছাত্রছাত্রীদের উপর হওয়া এক সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। এতে আরো বলা হয়, ১০ জন পড়ুয়াদের মধ্যে ছয় জনই এক-দুই দিন পরে গোসল করেন।

ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের নিয়মিত গোসল না করার কারণ হিসেবে পড়ার চাপকেই দায়ী করা হচ্ছে। সমীক্ষার ভিত্তিতে বিশেষজ্ঞদের ধারণা, প্রযুক্তির পাঠ নিতে দিনরাত এক করে পড়াশোনা করতে হয় ছাত্রছাত্রীদের। তাই সময়মতো নাওয়া-খাওয়ার সময় পান না তারা।

সমীক্ষায় আরো দেখা যায়, হোস্টেল লাইফের এতটাই আকর্ষণ থাকে যে, ভাল নম্বর পেয়ে স্নাতক হওয়ার জন্য ৪০ শতাংশ পড়ুয়াই বাড়িতে থাকার চাইতে হোস্টেলে সহপাঠিদের সঙ্গে থাকতে চান। তবে ২৭ শতাংশ ছাত্র অবশ্য বাড়িতেই থাকতে চান। বাকি ১৯ শতাংশ বাড়ি কিংবা হোস্টেল নয়, একাই থাকতে ভালবাসেন। 

সমীক্ষায় দেখা যায়, ৫২ শতাংশ শিক্ষার্থীরই বন্ধুদের সঙ্গে দূরে কোথাও বেড়াতে যাওয়ার স্বপ্নপূরণ হয়েছে। চাকরি পাওয়ার পর পাঁচ বছরের মধ্যে বিয়ে করার কোনোরকম ইচ্ছে নেই বলে জানান সমীক্ষায় অংশ নেয়া অধিকাংশ শিক্ষার্থী। সূত্র : সংবাদ প্রতিদিন

 

বিডি প্রতিদিন/ ০১ সেপ্টেম্বর, ২০১৬/ ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর