ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকাল থাকে। তবে এবারের গ্রীষ্ম যেন একটু বেশিই নির্মম। তাপমাত্রা উঠে গিয়েছে ৪৭.৩ ডিগ্রি সেলসিয়াসে। গরমের তীব্রতায় আজব কাণ্ড ঘটছে অস্ট্রেলিয়ায়। আকাশ থেকে পড়ছে বাদুড়ের ঝলসে যাওয়া দেহ।
এর পেছনে বিশ্ব উষ্ণায়নের হাত রয়েছে বলেই মত পরিবেশবিদদের। যার সরাসরি প্রভাব পড়েছে প্রাণী জগতের ওপরে। গোটা অস্ট্রেলিয়া জুড়েই দেখা যাচ্ছে মাটিতে পড়ে রয়েছে বাদুড়ের মৃতদেহ। গরমে সেগুলি প্রায় ঝলসে গেছে।
ক্যাম্পবেলটাউনের পরিবেশবিদ কেট রায়ান বলেছেন, ‘বাদুড়রা খুব বেশি গরম সহ্য করতে পারে না। তাই গাছে ঝুলে থাকা অবস্থাতেই তাদের মৃত্যু হচ্ছে। এটা মারাত্মক চিন্তার বিষয়।’
অস্ট্রেলিয়ার ‘ফ্লায়িং ফক্স’ প্রজাতির বাদুড়দের ইতিমধ্যেই বিলুপ্তপ্রায় বলে ঘোষণা করা হয়েছে। সেই প্রজাতির কয়েকটি বাদুড়ও মারা গেছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর