২০ মে, ২০২৩ ১৩:১৫

বাড়তি ফি এড়াতে সাড়ে পাঁচ কেজি ওজনের পোশাক পরলেন বিমানযাত্রী, তারপর...

অনলাইন ডেস্ক

বাড়তি ফি এড়াতে সাড়ে পাঁচ কেজি ওজনের পোশাক পরলেন বিমানযাত্রী, তারপর...

বিমানের অতিরিক্ত ভাড়া এড়াতে এক অদ্ভূত কাণ্ড করলেন এক নারী। নিজের ব্যাগের ওজন বিমান নির্ধারিত মাত্রায় রাখতে তিনি প্রয়োজনের অতিরিক্ত অনেক পোশাক পরে ফেলেন। যার ওজন সাড়ে পাঁচ কেজির বেশি। 

তবে শেষ রক্ষা হয়নি অস্ট্রেলিয়ার ওই নারীর। বিমান কর্তৃপক্ষ তবুও তাকে জরিমানা করেছে।  

মেলবোর্ন থেকে নিজের শহর অ্যাডিলেইডে যাচ্ছিলেন ১৯ বছর বয়সী ওই নারী যাত্রী। যখন তিনি দেখলেন তার লাগেজের ওজন সাত কেজির বেশি হয়ে যাচ্ছে। তখন সিদ্ধান্ত নিলেন অতিরিক্ত ভাড়া এড়াতে বাড়তি কাপড়গুলো পরে নেবেন। পরনের কাপড়ের তো আর আলাদা ফি দেওয়ার দরকার পড়বে না। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ওই নারী টি-শার্ট, জ্যাকেট, জাম্পার ও ট্রাউজারসহ প্রায় ছয় কেজি ওজনের কাপড় পড়েন তিনি। এসময় তাকে দেখতে অনেকটা ভাল্লুকের মতো মনে হয়েছিল। 

ওই নারী নিজেই জানিয়েছেন এতো কাপড় পরার কারণ। বলেছেন, ‘আমরা ভেবেছিলাম শুধু তাদের ব্যাগের ওজন পরিমাপ করা হবে। সেই ভাবনা থেকে জ্যাকেট আর কোটগুলো পরে নিতে থাকি।’ ‘অনেকেই আমাদের দেখে হাসতে শুরু করে। এটা ছিল বিব্রতকর।’

এতো কাপড় গায়ে পরার পরও তাদের লাগেজের ওজন এক কেজি বেশি হওয়ায় ৬৫ ডলার জরিমানা করা হয়। 

 


সূত্র: নিউইয়র্ক পোস্ট

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর