দেশে বজ্রপাতে মৃত্যু নিয়ন্ত্রণে বজ্রপাত শনাক্তকরণ ও গতিবিধি পর্যবেক্ষণে ১৩টি নৌবন্দরে ১০টি কেন্দ্র স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সোমবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, মোবাইল ফোন ও লোহা জাতীয় ধাতু ব্যবহারের কারণে দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে যে কথা উঠেছে তা সত্য নয়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বজ্র ঝড়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া জনসচেতনতার অভাবেই মৃত্যুর সংখ্য বাড়ছে।
আশরাফুল ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন আবহাওয়া অধিদপ্তরের মতো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও সর্বাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ‘বাংলাদেশের ১৩টি নৌ-বন্দরের প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে।
এ প্রকল্পের আওতায় ১০টি কেন্দ্রে বজ্রপাত শনাক্তকরণ ও গতিবিধি পর্যবেক্ষণের জন্য আগাম সর্তকতামূলক যন্ত্রপাতি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।