চীনা ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং এবং সেবা খাতে বিনিয়োগ চীনা ব্যবসায়ীদের জন্য লাভজনক ও অর্থবহ হবে।
আজ মঙ্গলবার বেইজিংয়ে বাণিজ্যবিষয়ক এক সেমিনারে শেখ হাসিনা এ কথা বলেন। চায়না ইনস্টিটিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজে বাংলাদেশের অগ্রগতি : বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা ফোরাম শীর্ষক সেমিনারের আয়োজক ছিল চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশে ওষুধ, সিরামিক, পর্যটন, সড়ক ও রেল যোগাযোগ, পেট্রোকেমিক্যাল এবং কৃষি খাতে চীনের উদ্যোক্তারা যৌথ বিনিয়োগেও এগিয়ে আসতে পারেন।
দুই দেশের বাণিজ্যে বড় ধরনের ভারসাম্যহীনতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ থেকে পাট ও পাটজাত, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ, সিরামিক, ডালসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনবে।