বিরোধীদলের ডাকা টানা অবরোধ কর্মসূচির ৯ম দিন চলছে। এ কর্মসূচি চলাকালে গত ৮ দিনে দেশের সব মহাসড়ক কার্যত অচল। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সহিংসতার শিকার হচ্ছে সাধারণ মানুষ।
গতকাল রাত আড়াইটার দিকে রংপুরের মিঠাপুকুরে জায়গীব বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে পিকেটাররা। এসময় অগ্নিদগ্ধ হয়ে শিশুসহ চার জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। অগ্নিদগ্ধদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানী ঢাকার মালিবাগ আবুল হোটেলের সামনে অনাবিল সুপার পরিবহণের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে গেছে বাসটি। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ময়মনসিংহের ভালুকায় খেয়া পরিবহন (ঢাকা মেট্রো-জ-৫৮১৬) নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় ওই বাসটিতে আগুন দেয়া হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল রাত ১০টার দিকে ধানবোঝাই ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এসময় ট্রাকের হেলপার মাহামুদুল হাসান (২৭) গুরুতর আহত হয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৫/ রশিদা