বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে আজ বুধবার ৪ জেলায় হরতাল চলছে। গতকাল সিলেট, নোয়াখালী, পাবনা, রংপুর জেলার ছাত্রদল- ছাত্রশিবিরসহ বিএনপির অঙ্গ সংগঠন সংবাদ সম্মেলন ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জেলায় হরতাল আহ্বান করে।
সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।
নোয়াখালীতে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানকে আটক এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়েছে।
পাবনা কেন্দ্রীয় বিএনপির নেতা ও জেলা জামায়াতের আমিরকে আটকের ঘটনায় জেলায় পৃথক হরতালের ডাক দেয়া হয়েছে।
রংপুরে বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করাসহ দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা ও হয়রানির প্রতিবাদে রংপুর মহানগর ও জেলায় বুধবার শান্তিপূর্ণ হরতালের ডাক দিয়েছে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৫/ রশিদা