বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান ঢাকায় এক আক্রমণে গুলিবিদ্ধ হবার পর বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, সরকার
"কথিত সন্ত্রাস বিরোধী কমিটি" গঠনের মধ্য দিয়ে যে ভয়ংকর হিংসা যুদ্ধ ছড়িয়ে দিয়েছে, তার শিকার হয়েছেন রিয়াজ রহমান।
অজ্ঞাত স্থান থেকে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের দলীয় ক্যাডার বাহিনীকেও ব্যবহার করছে।
তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন দমনের জন্যই পাড়া-মহল্লায় কমিটি গঠনের কথা বলছে সরকার।
রিজভী আহমেদ বলেন, এ অবস্থা থেকে উত্তরণের উপায় হচ্ছে, সকল দলকে নিয়ে একটি নতুন নির্বাচনের জন্য সংলাপ শুরু করা। বিএনপির দাবি আদায়ের জন্য তাই অবরোধ কর্মসূচি চলবে বলে জানান তিনি। লাগাতার এই অবরোধ কর্মসূচিতে জনগণ কষ্ট হলেও সমর্থন দেবেন বলে মনে করেন রিজভী আহমেদ। বিবিসি বাংলা।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৫/ রশিদা